ভারতের বি এস এফ এর হাতে বাংলাদেশী যুবকের মৃত্যু, ইছামতি নদীতে ভেসে উঠলো লাশ

ঝিনাইদহের, মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিএসএফ হাতে এক বাংলাদেশী যুবক’কে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ইছামতি নদীতে ভাঁসিয়ে দেয়। এ ঘটনাটি ঘটে সীমান্তের ওপারে ভারতে নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল ইসলাম জানান । সীমান্তের হুদাপাড়া গ্রামের একজন কৃষক নদীর পাড়ে গরুর ঘাঁস কাটতে গেলে লা’শ পনিতে ভাসতে দেখে।খবরটি বিজিবি কে জানালে বিজিবি ঘটনা স্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।
একটি সূত্রে জানা যায়। যুবকের নাম ওয়াসিম আলি (২৭), তিনি মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার রমজান আলির ছেলে।
তার বড় ভাই মেহেদী জানাই। গত তিনদিন আগে ওয়াসিম সহ আরো তিনজন ভারতে যায় ভারতে যাওয়ার সময় ভারতের সীমান্ত রক্ষাবাহিনী তাদেরকে ধাঁওয়া করলে দুইজন পালিয়ে যায় এবং তাদের হাতে আটক হয় ওয়াসিম আলী এবং শুক্রবার সকাল ১১টার দিকে ওই যুবকের মরদেহ নদীতে ভেসে ওঠতে দেখা যায় ।
এ বিষয়ে খালিশপুর (৫৮)ব্যাটালিয়ান কমান্ডর লে কর্নেল রফিকুল আলম জানাই লাশটি ভারতীয় অংসে ভাসমান ছিল। যার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি তবে ভারতীয় বিএসএফ সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিজিবির ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার লে কর্ণেল রফিকুল আলম জানান, লাশটি ভারতীয় অংশে ভাসমান ছিল, যার কারণে তা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, “ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে, তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, বিজিবি, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।