বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতের দৌরাত্ম বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রি পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধার বল্লমঝাড় বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুরে ছাই ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ নালিতাবাড়ীতে সহায়-দম্পতির পাশে ‘ইনসাফ’ ঘর নির্মাণের জন্য জমি চেয়ে সরকারের দ্বারস্থ সাবেক আইনমন্ত্রীর এপিএস এর অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন সন্দ্বীপে ছাইফ এর উদ্যেগে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা

মোঃ ফায়েজুল শরীফ মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা
মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা

মাদারীপুরের শহরের সর্বত্র এবং গ্রামাঞ্চলের সব জায়গাতেই এখন মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মশার কামড়ে অতীষ্ট এখানকার সর্বস্তরের জনগন। রাতের পাশাপাশি দিনের বেলাতেও সর্বত্র সমানতালে মশা কামড়ে দিচ্ছে সকল শ্রেণী পেশার মানুষজনকে। রাস্তা-ঘাট, হাট-বাজার দোকান-পাট, ঘর-বাড়ি সব জায়গাতেই এখন মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশার কামড়ে কোথায়ও যেনো দু’দন্ড বসার উপায় নেই। দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকতে হয় নইলে মশার কামড় থেকে নিস্তার মিলছে না। সবচেয়ে বেশী বিপদের মধ্যে রয়েছেন গৃহস্থালী কাজে ব্যস্ত থাকা নারী-পুরুষ, শিশু ও ফুটপাতে বসবাস করা সহায়-সম্বলহীণ গরীব মানুষগুলো। গতবছর বর্ষা মৌসুমে জেঙ্গু ভাইরাস বাহিত এডিশ মশার কামড়ে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মানুষ মৃত্যবরণ করেছেন। এ বছর বর্ষাকাল তথা ডেঙ্গু মৌসুমে যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সচেতন মহল ও বিশেষজ্ঞরা ধারনা করছেন। এডিশ মশার লার্ভা নিধনে স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও জেলা প্রশাসন থেকে মাঝে-মধ্যে ঔষধ ছিটানো হলেও তা অপ্রতুল। মশা মারার ঔষধে মশা তেমন না মারা যাওয়ায় লার্ভাসহ এডিশ মশা নিধন হচ্ছে না। সচেতন মহল বলছেন, এখন থেকেই এডিশ মশা ও এর লার্ভা নিধনে কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ গ্রহন করতে হবে, জনসচেতনতা তৈরী করতে হবে। পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কার্যকরী মশা মারার ঔষধ উক্ত মশার জন্মগ্রহন স্থানগুলোতে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। নইলে এর প্রকোপ ভয়াবহ রুপ ধারণ করতে পারে যা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

এ ব্যাপারে মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) হাবিবুল আউয়াল যিনি মাদারীপুর জেলা পরিষদ ও মাদারীপুর পৌরসভা প্রশাসকেরও দায়িত্ব পালন করছেন- তিনি জানান, ইতিমধ্যে আমরা এডিশ মশা ও এর লার্ভার জন্মস্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি, মশা ও এর লার্ভা নিধনে আমাদের পর্যাপ্ত ঔষধ মজুদ রয়েছে,মশক নিধনের টিমগুলো কাজ শুরু করেছে যেটা দিনদিন আরো জোরালোভাবে বৃদ্ধি করা হবে। মশা জন্মায় এমন জায়গা, নিজ-নিজ ঘর-বাড়ীর আঙ্গিণা যা’তে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেজন্য আমরা আমাদের দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারীসহ সাংবাদিক, সামাজিক সংগঠন, স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনগনকে সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণার লক্ষ্য নিয়ে কর্মশালা সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হবে বা হাতে নেয়ার চিন্তা-ভাবনা করছি। জেঙ্গুজ্বর ও চিকগুনিয়ায় মাদারীপুরের মানুষ যা’তে যথাযথ চিকিৎসা পায় এবং কোনো লোক মারা না যায় সেটাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর