রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুরাদ চৌধুরী বলেন,  “রাঙ্গুনিয়ায় ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও তা জনগণের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে উত্তর রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক ২৫ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতাল হলে জনগণ উপকৃত হবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়াকে পরিকল্পিত ইকোনমিক জোনে পরিণত করা যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কাপ্তাই সড়ককে চার লেইনে উন্নীতকরণ এবং মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত করলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।” 

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আকাশ আহমেদ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল শুক্কুর, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন,  দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আবদুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়েব কাদের, সাবেক বিএনপি নেতা মুহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সবুজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মো. মোরশেদসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী বলেন, ” দলের প্রয়োজনে এবং রাঙ্গুনিয়ার জনগণের স্বার্থে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন, না দিলেও যাকে দেবে তার পক্ষে কাজ করবো।”  ২০১৮ সালেও তিনি মনোনয়ন চেয়েছেন এবং দলের দু:সময়ে দল ছেড়ে যাননি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে একটি টিভি উপহার দেন এস এ মুরাদ চৌধুরী। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর