ময়মনসিংহে র্যাবের পৃথক দুটি অভিযানে বিদেশী মদ ও প্রাইভেট গাড়িসহ ৩ জন আটক

ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভিন্ন ভিন্ন দুটি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অধিনায়ক এর নির্দেশনায় সিপিএসসির কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান অভিযান দুটির নেতৃত্ব দেন।গতকাল (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে তারাকান্দা রোডে শহরের শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট থেকে মোঃ সোহেল মিয়া (৩১) নামে একজনকে আটক করা হয়। সোহেল মিয়াকে বহনকারী প্রাইভেটকার থেকে দুইশত দুই (২০২) বোতল বিদেশী মদসহ ঐ প্রাইভেটকার গাড়িকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৩৩.৫ লিটার। বাজার মূল্য প্রায় সতেরো লক্ষ আশি হাজার টাকা। অপর আরেকটি আভিযানিক দল একই দিনে দুপুর ১২:১০ মিনিটে সিটি কর্পোরেশন এলাকায় অভিযান পরিচালনা করে। নগরীর ১৮ নং ওয়ার্ডের পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় জয়বাংলা চত্ত্বর সংলগ্ন থেকে সজিত রাজ ধর (১৯) ও মো: শিপন খান (১৯) কে আটক করা হয়। এসময় তাদের সাথে ১১ বোতল বিদেশী মদ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। অভিযান দুটি থেকে প্রায় ১৮ লক্ষ টকার বিদেশী মদ ও একটি প্রাইভেট গাড়ি উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের পূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।
