মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জসীম উদ্দীন (৪০), পিতা নুরুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার ৮(গ) অনুযায়ী দায়েরকৃত মামলায় ২০২৩ সালে আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সাম্প্রতিক সময়ে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে মুরাদনগর থানা পুলিশ। এরপর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে ঢাকার হাজারীবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে মুরাদনগর থানা সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

স্থানীয়ভাবে জানা গেছে, জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর