মুরাদনগরে গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আবু মুসা, আবু মুসা আল কবির, ইঞ্জিনিয়ার শওকত, গোলাম কিবরিয়া খোকন, খন্দকার কামাল উদ্দিন, আবুল বাশার খাঁন, শুকলাল দেবনাথসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরেন এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।