সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ে গাছ পরে বিধ্বস্ত কলেজ, ক্লাস চলছে খোলা আকাশের নিচে সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র অভিযান। চকলেটের লো-ভ দেখিয়ে ৫ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণ চে/ষ্টা-র অ-ভি-যো-গে নিজাম উদ্দিন গ্রে-প্তা/র গলাচিপা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা পরশুরামে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন ঢাকা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে মাদারীপুর পুলিশ প্রশাসনের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ভোট এলেই ব্রিজের স্বপ্ন দেখান,পরে আর খবর রাখেন না জনপ্রতিনিধিরা

কেক কেটে মুশফিকের বিদায় উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
কেক কেটে মুশফিকের বিদায় উদযাপন কেক কেটে মুশফিকের বিদায় উদযাপন
কেক কেটে মুশফিকের বিদায় উদযাপন। সংগৃহীত ছবি

মুশফিকুর রহিম বুধবার রাতে আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন। এরই মাধ্যমে রঙিন পোশাকে তার বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটল। এই ঘোষণার পরদিনই অবশ্য মোহামেডানের হয়ে মাঠে নামতে হয়েছে মুশফিককে। মোহামেডানও ঘটা করে উদযাপন করল তার বিদায়ের মুহূর্তটা।’

গতরাতে ওয়ানডেকে বিদায় বলা মুশফিক বৃহস্পতিবার নেমেছেন ডিপিএলে। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান খেলেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। চেনা মাঠে সেই ম্যাচেই সম্মান পেয়েছেন মুশফিক।’

তামিমের নেতৃত্বাধীন মোহামেডান টসের পরই দেন মুশফিককে দেন গার্ড অব অনার। মুশফিক কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন। সবাই এসময় করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম পাণ্ডবকে।’

এখানেই শেষ নয়, ম্যাচ শেষেও ছিল আয়োজন। ম্যাচ শেষে তাকে মাঠে ডাকা হয় আবার। সেখানে তার ওয়ানডে থেকে অবসর উপলক্ষে বিশেষ এক কেক আনা হয়। তা কেটেই বিদায় উদযাপন করেছেন মুশফিক। রমজান মাস চলছে, পড়ন্ত বিকেলে কাটা এ কেক অবশ্য তাকে খেতে দেখা যায়নি। কিংবা সতীর্থ তামিম ইকবালকেও খাওয়াননি মুশফিক।’

এর আগে বুধবার রাতে মুশফিক এক ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর