লাইকার পৃথিবীতে না ফেরার মহাকাশ যাত্রা। সংগৃহীত ছবি
শিরোনাম
লাইকার পৃথিবীতে না ফেরার মহাকাশ যাত্রা

আজ ১৪ এপ্রিল, ২০২৫। এ দিনে যেমন জন্ম নিয়েছেন বিখ্যাত ব্যক্তিত্ব, তেমনই ঘটেছে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। এগুলো হলো—
উল্লেখযোগ্য ঘটনাবলি:
- ১৭৯২ : ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৮৪১: এডগার অ্যালান পো-এর ‘মার্ডার্স ইন দ্য রু মর্গ’ নামের একটি বই প্রকাশিত হয়। এটি বিশ্বের প্রথম গোয়েন্দা উপন্যাস হিসেবে পরিচিত।
- ১৮৬৫ : ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে জন উইল্কস বুথের গুলিতে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আহত হন।
- ১৯৪৫: যুক্তরাষ্ট্রের সপ্তম বাহিনী জার্মানির ন্যুরেমবার্গ ও স্টুটগার্ট দখল করে।
- ১৯৫৮ : লাইকা নামের একটি কুকুরকে স্পুটনিক-২ মহাকাশযানে পাঠানো হয়। এটি মহাকাশে ভ্রমণ করা প্রথম প্রাণী হিসেবে পরিচিত। পরবর্তীতে এই দিনে স্পুটনিক-২ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায়।
- ১৯৯৯ : ন্যাটোর ভুলবশত হামলায় ৭৫ জন আলবেনীয় শরণার্থী নিহত হন।
জন্ম :
- ১৭৪১ : জাপানের সম্রাট মোমোজোমো কিয়োটোতে জন্মগ্রহণ করেন।
- ১৯৪০ : অভিনেত্রী জুলি ক্রিস্টি।
- ১৯৭৭ : অভিনেত্রী সারা মিশেল গেলার।
মৃত্যু :
- ১৭৫৯ : বিখ্যাত সুরকার জর্জ ফ্রিডেরিক হ্যান্ডেল।
- ১৯৮৬ : বিখ্যাত ফরাসি লেখিকা সিমোন দ্য বোভোয়ার।
- ১৯৯৫ : মার্কিন অভিনেতা ও গীতিকার বার্ল আইভস।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর