দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, দেশের এ ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তাই দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
রবিবার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্ব শান্তিরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। সামনে সংকটসময় সময় পার করতে হবে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, আমরা যেনো দেশ ও জাতিকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি সেজন্য সবার সহযোগিতা চাই।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রবিবার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৩-২০২৪ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৫ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পরিয়ে দেন।