নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব এক কৃষক পরিবার

নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়েছে বাবু মন্ডল নামের এক কৃষক পরিবার। রোববার রাত ১ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।মূহুর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
এ সময় আগুনে যাবতীয় আসবারপত্র, ঘরে রক্ষিত ২ লাখ টাকা, কৃষি পণ্য ভুট্রা,চাল ও ৯টি ছাগল পুড়ে ছাই হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় কৃষক বাবুর স্ত্রী পারভিন খাতুন আগুনে দদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামের কৃষক বাবু মন্ডলের বাড়িতে আগুন লাগে। মূহুর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন দমকল বাহিনীর সদস্যরা।
এর মধ্যে আগুনে যাবতীয় আসবারপত্র,ঘরে রক্ষিত ২ লাখ টাকা, কৃষি পণ্য ভুট্রা, চাল ও ৯ টি ছাগল পুড়ে ছাই হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের। এঘটনায় কৃষক বাবুর স্ত্রী পারভিন খাতুন আগুনে দদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে নগট অর্থ চাল দেওয়া হয়েছে। পরবর্তিতে নগট অর্থ ও ঢেউটিন সহয়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।