রবিবার, ২৫ মে ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাল বন্দোবস্তের কাগজ দিয়ে বাজার দখলের অভিযোগ। পঞ্চগড়ে পুশইন করা আটক নারী-শিশু সহ ২১ জনকে পরিবারের জিম্মায় ফেরত দিলো প্রশাসন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর প্রধান কার্যালয়ে দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন; কর্মচারীদের কর্মসূচীতে বাধার অভিযোগ ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নজরুল একাডেমির উদ্যোগ পরশুরামে কবি নজরুলের জন্ম জয়ন্তীতে নানা আয়োজন গাইবান্ধায় মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধায় আদিবাসী বাঙালিদের মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় গ্রামে গৃহবধু রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি—‘হত্যা’

বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত

পলাশ সাহা,নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামালের পিতা,বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মোস্তফা কামাল মনসুর (ফরিদ মিয়া) এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় কায়সার কামালের মাতা মরহুমা জোবাইদা কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের নিজ বাড়িতে বুধবার এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সমাজের সর্বস্তরের নাগরিক অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ চত্রংপুরের এই চেয়ারম্যান বাড়িতে এসে উপস্থিত হতে থাকেন। বাদ আসর সকলে কবর জিয়ারত করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বলেন,মোস্তফা কামাল মনসুর সর্বসাধারণের জন্য নিবেদিত এক মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি মানুষের জন্য যা করে গেছেন তা অনুসরণীয় হয়ে থাকবে। তিনি  গ্রামের মানুষকে যেভাবে সহযোগিতা করেছেন তা সত্যিই মহৎকর্ম হিসেবে চিরস্মরণীয়। এমন মহৎ মানুষের জীবন ও কর্ম আমাদের পাথেয় হয়ে থাকবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া খায়ের হয়েছে। নেত্রকোণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী সহ আমাদের শুভানুধ্যায়ীরা এসেছেন,সাধারণ মানুষ এসেছেন। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর