শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৪,৪৯,৭৮০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মঈনপুর, ঘাগুটিয়া ও আখাউড়া বিওপি কর্তৃক ১৩ ডিসেম্বর ২০২৪ হতে ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৪,৪৯,৭৮০/- (চৌষট্টি লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশত আশি) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত আমুল বাটার ১১৫ পিস, ফুচকা ১০ প্যাকেট, বাঁজি ২৭০৮৩ পিস, বডি লোশন ১৩৬ পিস, চাউল ১৪০৭ কেজি, চিনি ৪৭১৫ কেজি, গরু ০৯ টি, শাড়ি ১০২ পিস, শাল চাদর ০৭ পিস, ডেইরী মিল্ক চকলেট ২,৯৬৮ পিস, ইয়াবা ট্যাবলেট ২,০০০ পিস, জিনসিন ৭৯২ বোতল, হুইস্কি ৯২ বোতল, বিয়ার ০৫ বোতল ও গাঁজা ০৫ কেজি জব্দ করা হইয়াছে।

এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।
সীমান্তে বিজিবির মাদক বিরোধী নিয়মিত অভিযান চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর