রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সী হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২ রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে  ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি চলছে : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা    ভারতের বি এস এফ এর হাতে বাংলাদেশী যুবকের মৃত্যু, ইছামতি নদীতে ভেসে উঠলো লাশ আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাবা হওয়ার মাত্র ২২ দিনের মাথায় শহীদ হন শান্ত শেরপুরের গজনী পর্যটন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান, ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত। অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার

আনন্দ শোভাযাত্রার জন্য বানানো হাসিনার মুখাকৃতিতে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
আনন্দ শোভাযাত্রার জন্য বানানো হাসিনার মুখাকৃতিতে আগুন
আনন্দ শোভাযাত্রার জন্য বানানো হাসিনার মুখাকৃতি ।। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্‌যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারুকলা অনুষদে দেখা যায়, অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে। আগুনে হাসিনার দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়। তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। এর কিছু সময় পরেই যে জায়গাতে শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সহকারী প্রক্টর আরও বলেন, ঘটনাটি ঘটার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। কীভাবে আগুন লেগেছে তা দেখতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ।

বাংলারসংবাদ/এসএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর