বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সেই গোসল মোশারফ করিমের ঈদের দিনের সবচেয়ে বড় উপহার দুর্গাপুরে চার শহীদের পরিবারকে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল ভোলা চরফ্যাসনে আব্দুল্লাহপুর ইউনিয়নে ছেলের হাতে বাবা খুন মাধবপুর উলামা ত্বলাবা ঐক্য পরিষদের গরুর গোশত বিতরণ অনুষ্ঠান সম্পন্ন  গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ আলীকদম ও লামা উপজেলার রিসোর্ট মালিকদের সাথে জরুরি মতবিনিময় সভা করেন আলীকদম সেনা জোন। কলমাকান্দায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল রাজৈর থানা দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানা অফিসার ইনচার্জ। গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো: ইখলাছুর রহমান পুটু। কসবায় ট্রাক্টরচাপায় মোটর সাইকেলআরোহী প্রবাস ফেরত যুবক নিহত

গুগল ম্যাপসে এসেছে নতুন সার্চ অপশন

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
গুগল ম্যাপসে এসেছে নতুন সার্চ অপশন । ছবি: রয়টার্স

গুগল ম্যাপসে আমার কত কী-ই না সেইভ বা সংরক্ষণ করে রাখি। কখনও কোনো লোকেশন ভালো লাগলে, বা কোনো রেস্টুরেন্টের খাবার পছন্দ হলে, কিংবা কোনো ক্যাফে, বুকস্টোর, ক্লাব বা শপ- আমাদের পছন্দের তালিকায় এমন অনেক কিছুই সংরক্ষিত থাকে গুগল ম্যাপসে। বিপত্তি ঘটে তখন, যখন পছন্দের তালিকাটি একটু বেশি-ই দীর্ঘ হয়ে যায়। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে গুগল এবার তাঁদের ম্যাপস সার্ভিসে সেইভ বা বুকমার্ক করে রাখা লোকেশনগুলোতেও সার্চ করার সুযোগ নিয়ে এসেছে।  

বিশেষ করে যারা প্রায়শই গুগল ম্যাপসে পছন্দের ক্যাফে, বার, রেস্টুরেন্ট, পার্ক, বুকস্টোর, লাইব্রেরি, ক্লাবের মতো বিভিন্ন লোকেশন সেইভ করে রাখেন তাদের জন্য দারুন সহায়ক হবে নতুন এই ‘সার্চ’ ফিচার। কেননা বুকমার্কের লম্বা তালিকা থেকে নির্দিষ্ট ক্যাফে বা পার্কটি খুঁজে পেতে এখন আর সেইভ করে রাখা সবগুলো লোকেশন নেভিগেট করার প্রয়োজন পড়বে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, সাধারণ এই সমাধানটি নিয়ে আসতে গুগলের এতো সময় লেগে গেল।

গুগল ম্যাপসের সেইভড লোকেশনে সার্চ ফিচারটি ব্যবহার করবেন যেভাবে

ফিচারটি ব্যবহার করার জন্য যেতে হবে গুগলের ‘সেইভড’ সেকশনে এবং সেখানে ম্যাগনিফায়িং গ্লাস সার্চ টুলটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন ধরুন আপনি যদি সেইভ করে রাখা একটি কফি শপ খুঁজে পেতে চান তাহলে সার্চ সেকশনে কফি শপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেইভ করে রাখা কফি শপের তালিকা। এবার সেখান থেকে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত কফি শপটি।

উল্লেখ্য, গুগল অ্যাকাউন্টের ‘সেইভড’ ফিচারটি ব্যবহার করে বিভিন্ন সাইট ও লোকেশন সংরক্ষণ করে রাখতে পারেন। এমনকি ধরণ অনুযায়ী কাস্টম লিস্টও (তালিকা) তৈরি করার সুযোগ রয়েছে গুগলে।

তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর