বিশেষ করে যারা প্রায়শই গুগল ম্যাপসে পছন্দের ক্যাফে, বার, রেস্টুরেন্ট, পার্ক, বুকস্টোর, লাইব্রেরি, ক্লাবের মতো বিভিন্ন লোকেশন সেইভ করে রাখেন তাদের জন্য দারুন সহায়ক হবে নতুন এই ‘সার্চ’ ফিচার। কেননা বুকমার্কের লম্বা তালিকা থেকে নির্দিষ্ট ক্যাফে বা পার্কটি খুঁজে পেতে এখন আর সেইভ করে রাখা সবগুলো লোকেশন নেভিগেট করার প্রয়োজন পড়বে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, সাধারণ এই সমাধানটি নিয়ে আসতে গুগলের এতো সময় লেগে গেল।
গুগল ম্যাপসের সেইভড লোকেশনে সার্চ ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
ফিচারটি ব্যবহার করার জন্য যেতে হবে গুগলের ‘সেইভড’ সেকশনে এবং সেখানে ম্যাগনিফায়িং গ্লাস সার্চ টুলটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন ধরুন আপনি যদি সেইভ করে রাখা একটি কফি শপ খুঁজে পেতে চান তাহলে সার্চ সেকশনে কফি শপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেইভ করে রাখা কফি শপের তালিকা। এবার সেখান থেকে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত কফি শপটি।
উল্লেখ্য, গুগল অ্যাকাউন্টের ‘সেইভড’ ফিচারটি ব্যবহার করে বিভিন্ন সাইট ও লোকেশন সংরক্ষণ করে রাখতে পারেন। এমনকি ধরণ অনুযায়ী কাস্টম লিস্টও (তালিকা) তৈরি করার সুযোগ রয়েছে গুগলে।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল