বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ময়মনসিংহ-০২ বিভাগে সংগঠনগত অগ্রযাত্রা

বাংলাদেশকে ১৪টি সাংগঠনিক বিভাগে পুনর্গঠনের মাধ্যমে একটি সুসংহত, সচেতন ও সংগঠিত ছাত্র আন্দোলনের রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠা এই সংগঠন ইতোমধ্যেই ময়মনসিংহ-০২ বিভাগে (শেরপুর, জামালপুর, নেত্রকোনা) সংগঠনকে শক্তিশালী করার কার্যক্রম শুরু করেছে।
সম্প্রতি এ অঞ্চলের সার্চ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একান্ত বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে গবেষণানির্ভর ও বাস্তবমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, এবং একটি সাম্যবাদী ও মানবিক সমাজ গঠনের কৌশলগত রূপরেখা নিয়ে বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দ জানান, “আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক জাগরণ নয়, বরং একটি নতুন যুগের শিক্ষার ভিত্তি স্থাপন। যেখানে থাকবে প্রযুক্তিনির্ভরতা, মানবিকতা ও সামাজিক সুবিচার।”
খুব শিগগিরই শেরপুর, জামালপুর ও নেত্রকোনার প্রতিটি উপজেলায় সহযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা, ক্যাম্পাসভিত্তিক সভা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।