রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সী হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখির সংঘর্ষে নিহত -০২ রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে  ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি চলছে : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা    ভারতের বি এস এফ এর হাতে বাংলাদেশী যুবকের মৃত্যু, ইছামতি নদীতে ভেসে উঠলো লাশ আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাবা হওয়ার মাত্র ২২ দিনের মাথায় শহীদ হন শান্ত শেরপুরের গজনী পর্যটন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান, ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত। অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ
ব্যারিস্টার তুরিন আফরোজ ।। সংগৃহীত ছবি

হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আবদুল জব্বার নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ৮ এপ্রিল তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আ. জব্বার। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় তুরিন আফরোজ ৩০ নং এজহারনামীয় আসামি।

বাংলার সংবাদ/ এসএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর