শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

পরমাণু কর্মসূচি, ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
পরমাণু কর্মসূচি, ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান । সংগৃহীত ছবি

২০২৫ সাল ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সর্বোচ্চ চাপ নীতির পুনরায় বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

শনিবার (২৮ ডিসেম্বর) বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর আল আরাবিয়ার।

২০১৮ সালে ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার ২০১৫ সালের চুক্তি থেকে সরে আসেন, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য সম্মত হয়েছিল, যা পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি করতে পারে এবং তার বদলে মার্কিন এবং জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রায়ত্ত টিভির মাধ্যমে যে বক্তব্যটি সম্প্রচারিত হয়েছিল, তাতে তিনি উল্লেখ করেন যে তিনি চীনের তার সহকর্মীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে, তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি, কিংবা কীভাবে ওই বছরটি গুরুত্বপূর্ণ হতে পারে তা স্পষ্ট করেননি।

ইরানের নেতাদের প্রধান উদ্বেগ হতে পারে যে, ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করার ক্ষমতা দিতে পারেন। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন।

শনিবার ইরানি রিয়ালের বিপরীতে ডলার নতুন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা ট্রাম্পের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আগমন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অফিশিয়াল বাজারে রিয়াল ডলারের বিপরীতে ৮২০,৫০০ রিয়াল পৌঁছেছে, যা শুক্রবার ছিল ৮০৮,৫০০ রিয়াল, এমন তথ্য জানিয়েছে বণবস্ত ডটকম, যারা বিনিময় হারের প্রতিবেদন প্রকাশ করে। বাজার ৩৬০ ডটকম ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া গেছে যে ডলার প্রায় ৮২০,৫০০ রিয়ালে বিক্রি হচ্ছে।

এছাড়া আনুষ্ঠানিকভাবে ইরানে মুদ্রাস্ফীতি প্রায় ৩৫ শতাংশ বলে জানানো হয়েছে। ইরানিরা যারা তাদের সঞ্চয় রক্ষা করতে চাচ্ছেন, তারা ডলার, অন্যান্য শক্তিশালী মুদ্রা, সোনা বা ক্রিপ্টোকারেন্সি ক্রয় করছেন, এবং রিয়াল নভেম্বরে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে মোট ১৮ শতাংশ কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর