লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ রোববার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে এসব তথ্য জানিয়েছেন।
চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা।
বিএনপি নেতারা জানিয়েছেন, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে তিনি ওমরাহ পালন করতে পারেন।
এদিকে, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপি সূত্র বলছে, আজ রাতে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।