ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। শনিবার দুপুরে রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন।
এখন সঠিক রাজনৈতিক দল ও নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘আসলে আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবেও পরাজিত হয়েছে, সামাজিকভাবেও পরাজিত হয়েছে। কোন দিক দিয়ে বেশি পরাজিত হয়েছে সেটা বিচারের বিষয়। এখানে যেভাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে বাহিরে চলে গেলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
তরুণদের রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিিন বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা এখন দুর্বল। যদি অপরাধের বিচার দ্রুত না হয় তাহলে সুফল পাবে না জনগণ।’
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মন্তব্য করেন, বিচার বিভাগের প্রতি জনগণ আস্থা হারালে জাতির উন্নতি হয় না।