সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ে গাছ পরে বিধ্বস্ত কলেজ, ক্লাস চলছে খোলা আকাশের নিচে সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র অভিযান। চকলেটের লো-ভ দেখিয়ে ৫ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণ চে/ষ্টা-র অ-ভি-যো-গে নিজাম উদ্দিন গ্রে-প্তা/র গলাচিপা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা পরশুরামে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন ঢাকা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে মাদারীপুর পুলিশ প্রশাসনের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ভোট এলেই ব্রিজের স্বপ্ন দেখান,পরে আর খবর রাখেন না জনপ্রতিনিধিরা

দ্য ইকোনমিস্টের তালিকা: ‘চব্বিশের’ বর্ষসেরা দেশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
দ্য ইকোনমিস্টের তালিকা: ‘চব্বিশের’ বর্ষসেরা দেশ বাংলাদেশ//বাংলার সংবাদ
দ্য ইকোনমিস্টের তালিকা: ‘চব্বিশের’ বর্ষসেরা দেশ বাংলাদেশ-ছবি সংগৃহীত

এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। নিহত ৬ লাখের মতো মানুষ। স্বৈরশাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে। এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে হটিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখো মানুষ। তবে, সেই সিরিয়াকেই টপকে চব্বিশের (২০২৪ সাল) বর্ষসেরা দেশের মুকুট বাংলাদেশের।

এ বছরেরই ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন আরেক স্বৈরশাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টিই বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে।

প্রতিবছরের মতো চলতি বছরও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারাই ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা।

বর্ষসেরা দেশের তালিকাসংবলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী—এমন সব বিবেচনায় নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে।

সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরাল বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ। রানারআপ সিরিয়া। এ বছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়াও অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে, ‘আমাদের বিজয়ী বাংলাদেশ, তারাও এক স্বৈরশাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি সাড়ে ১৭ কোটি মানুষের দেশটিকে ১৫ বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা। একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু পরে দমনপীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তাঁর আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলকালে প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস আছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ‘অর্থলোলুপ’। ‘ইসলামি চরমপন্থা’ একটি হুমকি। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এ সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর