শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

ময়মনসিংহের একমাত্র চিড়িয়াখানা অনিয়মের কারণে সিলগালা করা হয়েছে

শফিকুল ইসলাম( ময়মনসিংহ)
প্রকাশিত হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহের একমাত্র চিড়িয়াখানা অনিয়মের কারণে সিলগালা করা হয়েছে
ময়মনসিংহের একমাত্র চিড়িয়াখানা অনিয়মের কারণে সিলগালা করা হয়েছে

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভিতরে মিনি চিড়িয়াখানাটি ২০১৩ সাল থেকে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি সংবাদ মাধ্যমে
‘ভালুকের শরীরে পচন’ এমন শিরোনামে খবর প্রকাশিত হলে এবং সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে গেলে আলোচনায় আসে এই অনুমোদনহীন চিড়িয়াখানাটি।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টা থেকে প্রায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল । চিড়িয়াখানাটির যে অনুমোদন নেই, তা নিশ্চিত করেছেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।
ময়মনসিংহের একমাত্র মিনি চিড়িয়াখানায় দেশি-বিদেশি ১১৪টি প্রাণী ছিল। দায়িত্বে থাকা কামাল হোসেনের দাবি কুমির, ভালুক, হরিণসহ ২৩ প্রজাতির প্রাণীর অনুমোদন আছে। তিনি চিড়িয়াখানাটির অনুমোদন ও প্রাণীগুলো আমদানির কাগজপত্র আছে দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিযানিক দলকে। সরকারি অনুমোদন না নিয়ে চিড়িয়াখানায় বন্য প্রাণী সংরক্ষণের অভিযোগে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৪–এর খ ধারায় কুমির, ময়ূর, অজগর, হরিণ, মদনটাক, ধনেশ, লজ্জাবতী বানরসহ দেশি ৪৮টি প্রাণী জব্দ করা হয়। এর মধ্যে ২৭টি প্রাণী জব্দ করে নিয়ে গেলেও ২১টি প্রাণী বন বিভাগের তত্ত্বাবধানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের জিম্মায় রেখে যাওয়া হয়। পাশাপাশি চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এখানেই অসুস্থ প্রাণিদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের একজন ডাক্তার নিয়মিত চিকিৎসা প্রদান করবেন।

জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক (টিটু) এখানে প্রাণীর জোগান দিতেন। আর সামনে থেকে চিড়িয়াখানাটি পরিচালনা করতেন। আর সিটি করপোরেশন থেকে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চিড়িয়াখানার জমিটি বরাদ্দ নিয়েছিল। চিড়িয়াখানাটি দেখভাল করতেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর