সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও সুপ্রিমকোর্ট-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিমকোর্টের সামনের ফটক, মাজারগেটসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুপ্রিমকোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় আরো শক্তিশালী করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিমকোর্ট ও তার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।