নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবির শিক্ষার্থীবাহী বাস, আহত ২৫

স্থানীয় উদ্ধারকারীরা বলেন, বাসটি ধানখেতের নরম মাটিতে পড়ায় অনেক শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছেন। পুকুর, ডোবা কিংবা শুষ্ক মাটি হলে হতাহতের সংখ্যা বেশি হতে পারত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত একটি শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যাওয়ায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল।.
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ইবি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক আছেন।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শোনার পরেই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছেন। ১২ শিক্ষার্থীকে আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেলে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
স্থানীয় উদ্ধারকারীরা বলেন, বাসটি ধানখেতের নরম মাটিতে পড়ায় অনেক শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছেন। পুকুর, ডোবা কিংবা শুষ্ক মাটি হলে হতাহতের সংখ্যা বেশি হতে পারত।
ইবির চিকিৎসাকেন্দ্রের চিফ মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম জানান, একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি ঝুঁকিমুক্ত। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে।’
চৌরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, সেখানে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছিল। তারা তথ্য সংগ্রহ করছে।’
তবে বাস ড্রাইভার ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।