ছবিঃ বাংলার সংবাদ
শিরোনাম
নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের মাদকসহ তিন যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরণের মাদকসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই যুবক বয়সি।
জব্দ করা বিভিন্ন মাদক ভারত থেকে অবৈধভাবে আসা। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপু মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রবিবার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (২২) ও গোলাম জিলানী (২৩) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর