মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুরাদনগরে গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা !! তদন্তের নির্দেশ আদালতের সন্দ্বীপে মাদক সহ গ্রেফতার ২ ফিলিস্তিন ইস্যুতে কী করণীয়, জানালেন আজহারি নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী : হেফাজত মহাসচিব  নরসিংদীতে ব্যবসায় ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, ছিনতাই হলো মোটরসাইকেল ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে বিক্ষোভ গাজায় কেউই খাবার পাচ্ছে না বিশ্বব্যাপী গাজাবাসীদের সমর্থনে সরিষাবাড়ীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যবসায় ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, ছিনতাই হলো মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
নরসিংদীতে ব্যবসায় ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, ছিনতাই হলো মোটরসাইকেল ।। বাংলার সংবাদ
নরসিংদীতে ব্যবসায় ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, ছিনতাই হলো মোটরসাইকেল

নরসিংদী সদর উপজেলার দড়িনবীপুর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফয়সাল মিয়া (২৫) নামের ওই যুবক বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া প্রতিদিনের মতো কাজ শেষে মোটরসাইকেলযোগে রয়েল রেস্টুরেন্ট (নাগরিয়াকান্দী) থেকে নিজ বাড়ির পথে রওনা হন। পথে দড়িনবীপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী তার পথরোধ করে।

ফয়সালের বাবা মো. বাতেন মিয়া নরসিংদী মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, হামলাকারীরা স্থানীয় ফজলু মিয়া, আতাউর, সালাউদ্দিন, রমজান, কাউসার, আলতাফ, লিজান, আল-আমিন, জাকারিয়া এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। তারা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ছেলের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফয়সালের মাথায় ধারালো রামদা দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। পাশাপাশি রড ও ইট দিয়ে চোখ ও কানে সজোরে আঘাত করা হয়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠি দিয়েও ফয়সালকে পেটায়, নীলাফুলা জখম সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা এসে ফয়সালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর