নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী আছে : প্রেসসচিব

নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী ও বাংলাদেশের সবাই আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতি চলাকালে তিনি এ কথা বলেন।
প্রেসসচিব বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদন প্রকাশের পর সবাই জানতে পেরেছে জুলাই-আগস্টের আন্দোলনে কী রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে নির্দেশ দিয়েছিল। কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।
আমরা যে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। সেই নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী ও বাংলাদেশের সবাই আছে।’
তিনি আরো বলেন, ‘আজকে মহৎ একটা উদ্যোগ শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের মাধ্যমে। আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে কী রকম বাংলাদেশ চাই সেটা নির্ধারিত হবে।