রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরের ঝিনাইগাতীতে আকষ্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে বাঁধ দোকানঘর  পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩ পদ্মার চরে আশা জাগাচ্ছে বিনাচিনাবাদাম-৮ গ্রাম্য আদালতের এজলাসে জাতীয় নাগরিক পার্টির ‘মতবিনিময় সভা’! রৌমারীতে সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু ১ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর হ্যাকারের বাড়িতে অভিযানে বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন, জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না—-মাওলানা নুরুদ্দীন আহমদ

ঐক্যবদ্ধ থাকলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না : আজহারি

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ঐক্যবদ্ধ থাকলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না : আজহারি
ঐক্যবদ্ধ থাকলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না : আজহারি। সংগৃহীত ছবি

জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম উজ্জীবিত। তারা দেখিয়ে দিয়েছে বিগত ১৬ বছরের জালিমকে কিভাবে সরাতে হয়। সবাই ঐক্যবদ্ধ থাকায় অল্প কিছুদিনের মধ্যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না।

তবেই সম্ভব ইসলামের দেশ প্রতিষ্ঠায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারি বলেন, আমাদের সুখ অনেকের ভাল লাগে না, নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হয়।যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। 

তিনি বলেন, আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। নতুন ভোরের বাংলাদেশে আমরা পুনরাবৃত্তি চাই না।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নতমানের রিসার্চ হোক। যেগুলো আমরা অন্যান্য দেশে দেখি, যে ছাত্রের হাতে কলম লেগেছে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। নতুন বাংলাদেশে বুক ভরা স্বপ্ন নিয়ে এগোতে চাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে সারাদেশের মানুষ জায়নামাজ বিছিয়ে মোনাজাতে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করবে।

তাফসির মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, জাবালুন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর