মাটিরাঙ্গায় তাইন্দংয়ে ১ নং ইউনিয়নে দুই সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে এক গৃহবধূ গুলিবিদ্ধ।
শিরোনাম
মাটিরাঙ্গায় তাইন্দংয়ে ১ নং ইউনিয়নে দুই সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে ইউপিডিএফ সদস্যসহ এক গৃহবধূ গুলিবিদ্ধ।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৫ নং ওয়ার্ডের ১নং ১নং তাইন্দং ইউনিয়নে মায়া পাড়া গ্রামে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দুই দল ইউপিডিএফ ও পিসিজেএসএস এর গুলাগুলিতে ইউপিডিএফ সক্রিয় সদস্যসহ এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ঘটনাটি আজ ১৯ মার্চ ২০২৫ খ্রিঃ সকাল ৬:১০ মিনিটে প্রায় ২০ মিনিটের গুলি বিনিময় হয়েছে বলে বিশস্ত সূত্রে জানা গিয়েছে। গুলাগুলির ঘটনায় ইউপিডিএফ এর সক্রিয় সদস্য সুবি ত্রিপুরা(৩০), পিতা- বাসনা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং তারাবতি ত্রিপুরা(২০), পিতা- বাসনা ত্রিপুরা নামে এক গৃহবধূর মাথায় গুলি লেগে আহত হয়। জানা যায় আহত গৃহবধূ তারাবতি ত্রিপুরা(২০) ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা(৩০) এর আপন বোন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায় কাদের গুলিতে আহতরা আহত হয়েছে তা জানা যায়নি বলে জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর