বিজয়নগরে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
শিরোনাম
বিজয়নগরে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের পলিটেকনিকেল ইন্সস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে। ছয়দফা বাস্তবায়নের দাবি ও কুমিল্লায় শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। এর আগে বৃহস্পতিবার রাতে তারা মশাল মিছিল করে।
ইসলামপুর এলাকায় অবস্থিত ইন্সস্টিটিউপের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের পাশে বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. জামিল আহম্মেদ সিয়াম. মোহাম্মদ সাগর, সহকারি প্রতিনিধি এহসান এলাহী রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটক করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর