পরশুরামে সুবার বাজার মাদ্রাসায় ১০ শিক্ষকের বিদায় সংবর্ধনা

পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ১০ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) মাদ্রাসা মাঠে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মনজুর আহসানের সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ও ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফারুক আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আবদুল কাদের মিনার, নাহিদ রাব্বি। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাহেদ আমান চৌধুরী।

বক্তব্য রাখেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউছুফ আশেকীসহ
বিদায়ী শিক্ষকরা হলেন- সাবেক অধ্যক্ষ
আবুল কালাম মোঃ উল্যাহ মজুমদার সহকারি মৌলভী আবদুল মালেক, সহকারি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম, ইবতেদায়ী প্রধান আলী হায়দার,সহকারি অধ্যাপক মাওলানা নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক,ইবতেদায়ি ক্বারী আবদুল আজিজ, সহকারী শিক্ষক মাহবুবুল করিম, সহকারি গ্রন্থাগারিক জয়নুল আবেদীন, অফিস সহকারি মো মোস্তফা ও রুহুল আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
