রাজৈরে গাক এনজিও থেকে ঋণ নিতে গিয়ে প্রতারণার স্বীকার সদস্যরা

রাজৈরের টেকেরহাট খালিয়া রোডে অফিস নিয়ে গাক নামক একটি এন,জি,ও দীর্ঘ দিন যাবৎ তাদের ক্ষুদ্র ঋণ ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কয়েক জন সদস্যদের মাধ্যমে জানা যায় এরা ১০,০০০/ থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। জামানত হিসাবে সদস্যদের থেকে নেয় স্ট্রাম্প ও তিনটি স্বাক্ষর করা ফাকা ব্যাংক চেক এবং ঋণের ১০% পরিমান জামানত হিসাবে নগত টাকা যেটা আইন বহিঃভুত। কোন কোন সদস্যকে আবার বিভিন্ন অজুহাত দেখিয়ে ঋণ না দিয়েই চেক ও জামানতের টাকা আটকিয়ে রাখে মাসের পর মাস। অথচ মাঠ কর্মিরা যখন সদস্য সংগ্রহের জন্য গ্রামে যায় তখন তাদের স্বদালাপ ও মিষ্টি ব্যবহারে গ্রামের অশিক্ষিত মহিলারা এমন কি প্রবাসীর স্ত্রী গনও রাজি হয়ে যায় সদস্য হওয়ার জন্য।
তেমনি একজন সদস্য (ইতালি প্রবাসীর স্ত্রী) আজকের খবর পত্রিকার প্রতিনিধিকে তার সাথে গাক টেকেরহাটস্থ অফিসে গিয়ে ঘটনা টি সরেজমিনে দেখার জন্য বলেন। গত ২৬ মার্চ তাকে ৪ লক্ষ টাকা ঋণ দিবে বলে নগত ৩৩ হাজার টাকা তিনটা স্বাক্ষর করা ফাকা ব্যাংক চেক এবং স্টাম্প নেন। অথচ ঋণ না দিয়ে বভিন্ন অজুহাত দেখয়ে আজ/কাল বলে ঘুরাতে থাকে। উপায়ান্ত না পেয়ে ঐ সদস্য সাংবাদিক নিয়া অফিসে গেলে অফিসের ম্যানেজার এবং মাঠ কর্মী সদস্যার সাথে খুব বাজে ব্যবহার করে। সাংবাদিক তার পরিচয় দিলে তার সাথেও বাজে আচরন কিরে। এক পর্যায় সদস্যার চেক ফেরত দলেও জামানতের টাকা ফেরৎ দেন নি । ম্যানেজার সাংবাদিককে বলেন আপনারা নিউজ করে আমার যে বাল ছিড়তে পারেন ছিড়েন গিয়া। সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ ব্যপারটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে সদস্যরা মনে করেন।