ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ: কোন শহর হচ্ছে নতুন রাজধানী?

বৈষ্যমহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের ১০ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার স্থানান্তর।
প্রায় ৪০০ বছরের পুরোনো ঢাকা, যা বাংলার রাজধানী হিসেবে পরিচিত, এখন এক গুরুতর সংকটে পড়েছে। দুই কোটি মানুষের চাপ, ভয়াবহ বায়ুদূষণ, যানজট, এবং পরিবেশগত অবনতি ঢাকা শহরকে অবাসযোগ্য করে তুলছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনঃনির্ধারণ টাস্ক ফোর্স রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
Ad
৩০ জানুয়ারি টাস্ক ফোর্সের প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের কাছে হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রতিবেদনে রাজধানী স্থানান্তরের পাশাপাশি, গাড়ি কেনার সহজ শর্তে সুবিধা প্রদান এবং গাড়ি কেনার প্রক্রিয়া কঠিন করার সুপারিশও করা হয়েছে। এই প্রস্তাব নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।