রাজৈর প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান

২৩ মার্চ ২২ রমাদান রাজৈরের টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে রাজৈর প্রেস ক্লাবের পক্ষথেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক নাজমুল হোসেন বাসুর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচোক ছিলেন টেকেরহাট আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন আনসারি (পীর সাহেব)এর সুযোগ্য নাতী আলহাজ্ব হজরত মাওলানা মেহেদী হাসান (বর্তমান পীর সাহেবের বড় ছেলে)।সাংবাদিক শেখ আসাদুজ্জামান সনেটের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সমন্বয়ক আলহাজ্ব এমারাত হোসেন আকন, সদস্য সচিব মোস্তাফিজুল হক নাদির, সাবেক সভাপতি খন্দকার আব্দুল মতিন, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য শহীদুল আলম, সদস্য হারুন আর রশীদ রনি। এছাড়া বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান টি সার্বিক সহযোগীতায় ছিলেন কাজী নজরুল ইসলাম।