শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ২ জন খালাস মুরাদনগরে নকল সরবরাহে আটক বহিরাগত যুবককে কারাদণ্ড এস আলমের আরও ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

রাঙ্গুনিয়ায় এবার লেবু চাষীকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৩

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
রাঙ্গুনিয়ায় এবার লেবু চাষীকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৩
রাঙ্গুনিয়ায় এবার লেবু চাষীকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক লেবু ব্যবসায়ীর হাত কেটে কনুই থেকে বিচ্ছিন্ন করার এক মাস পার না হতেই আওয়াইমং মারমা (৩৩) নামে আরেক উপজাতি লেবু চাষীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় বাগান পাহারায় থাকা আরও তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালখালী উপজেলার দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আওয়াইমং মারমা রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।

আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

আহতদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তৎমধ্যে উসাইমং মারমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ লেবু বিক্রি করেই তারা সংসার চালায়। সম্প্রতি উক্ত এলাকায় লেবু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা প্রতিরাতে রাত্রিযাপন করে বাগান পাহারা দিতেন। প্রতি রাতের ন্যায় বুধবার রাতেও তারা ৪ জন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে আওয়াইমং মারমার মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও তিনজন।

এব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘স্থানীয় সুত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ মার্চ) একই ইউনিয়নের বড়খোলাপাড়া মনজারটিলা এলাকায় মো. নাছের (৩৫) নামে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে পৌনে দুই লাখ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। এবং গত (২৫ মার্চ) মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিন দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে।

এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়ায় বেড়েছে সন্ত্রাসী কর্মকান্ড। প্রায় রাতেই ডাকাতি, মাদক ব্যবসা , চুরি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ৫ আগস্টের পর থেকে চলমান সময় পর্যন্ত সরফভাটা ইউনিয়ন জুড়ে ব্যাপক হারে বেড়েছে সন্ত্রাসী কর্মকান্ড। অধিকাংশ ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, মাদক ও বালু ব্যবসা এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা এবং খুনের ঘটনা ঘটেছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীরা জানান, দক্ষিণ রাঙ্গুনিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দৃশ্যমান হয়েছে। ফলে জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আগের মতো থানা পুলিশের টহল ও অভিযান দেখা যাচ্ছে না। এ ছাড়াও পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। যার ফলে দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে। সন্ধ্যা হলেই এলাকার মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে থাকে। এক্ষেত্রে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো তৎপর হতে হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে এটা ঠিক, ‘কিন্তু পুলিশের তৎপরতা মোটেও ঝিমিয়ে পড়েনি। সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা দমনের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন বিভিন্ন ইউনিয়নে টহল ও পুলিশি নজরদারী বৃদ্ধি করা হয়েছে। রাতে একাধিক টিম বিভিন্ন এলাকায় টহলে থাকে। অস্ত্রধারী, সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর