রাঙ্গুনিয়া সরকারি কলেজে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া সরকারি কলেজে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুন) দুপুরে শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক পরিষদ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ এর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাবিত্রী দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। শিক্ষক পরিষদের পক্ষ থেকে সেমাই আপ্যায়নের মাধ্যমে ঈদ পুনমিলনী অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ মোকতার হোসেন, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, সৈয়দ মেজবাহ উদ্দীন আহমদ, মনোজিত কুমার ধর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, ড. মর্তুজা মোরশেদুল আনোয়ার, নাছির উদ্দীন সিকদার, শাহীন আকতার, শিরিন আকতার, বিশ্বজিৎ রায় চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জাহেদুল আলম, তাহমিনা ইয়াছমিন নূর, নাছিমা আকতার, জয়নাল আবেদীন, ইফতেখার হোসাইন, ইফতেখার আলম, এরশাদুল মোস্তফা, ফাইযা ইউসুফ, আকতারুজ্জামান, আবদুল মান্নান পাটওয়ারী, জামাল উদ্দীন প্রমুখ।
এসময় শিক্ষক পরিষদের সকল সদস্য ও কর্মচারী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।