রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আমার মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী এমন চিরকুট লিখে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের আত্মাহত্যা শেরপুরের ঝিনাইগাতীতে আকষ্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে বাঁধ দোকানঘর  পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৩ পদ্মার চরে আশা জাগাচ্ছে বিনাচিনাবাদাম-৮ গ্রাম্য আদালতের এজলাসে জাতীয় নাগরিক পার্টির ‘মতবিনিময় সভা’! রৌমারীতে সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু ১ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর হ্যাকারের বাড়িতে অভিযানে বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন, জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার

রংপুর-রাজশাহীতে পেট্রোল পাম্প বন্ধে ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
রংপুর-রাজশাহীতে পেট্রোল পাম্প বন্ধে ভোগান্তি চরমে
রংপুর-রাজশাহীতে পেট্রোল পাম্প বন্ধে ভোগান্তি চরমে ।সংগৃহীত ছবি

রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন (বাপেওএ)। হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

আজ বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাপেওএ- এর রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

পাম্প বন্ধ থাকায় জ্বালানি নিতে এসে দুর্ভোগে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই অভিযোগ করেন, পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দেয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও মালবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার সকাল থেকে রংপুর নগরীর ছালেক পেট্রোল পাম্প, শাপলা পেট্রোল পাম্প, নর্দান পেট্রোলসহ সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। পাম্প বন্ধ থাকায় যানবাহন ও মোটরসাইকেল চালকরা তেল না পেয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন। আনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

নগরীর নর্দান তেল পাম্পের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী তেল পাম্প বন্ধ রয়েছে। কেন্দ্রীয় পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পাম্প বন্ধ থাকবে।”

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাইফুল ইসলাম বলেন, “যেহেতু পূর্ব কোনো নোটিশ ছাড়াই সড়ক ও জনপদ বিভাগ পাম্প ভেঙে দিয়েছে, তাই যতক্ষণ না এটার সমাধান হবে, ততক্ষণ ধর্মঘট চলবেই।”

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্ট্রেশনে সামনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে দড়ি টানিয়ে পাম্পে গাড়ি প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল, ট্রাক, পিক আপসহ বিভিন্ন গাড়ি নিয়ে আসা চালকেরা তেল নিতে এসে পাম্প বন্ধ দেখে ঘুরে চলে যেতে দেখা যায়।

প্রায় একই অবস্থা দেখা গেছে, শহরের আব্দুল জলিল শিশু পার্ক সংলগ্ন মজুমদার ফিলিং স্টেশন, জেলখানার মোড় এলাকায় রফিক ফিলিং স্টেশন ও পার-নওগাঁ ফিলিং স্টেশনে। পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিসট্রিবিউটরস, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ পেট্রোল পাম্পে সকাল ৮ টা থেকে অকটেন পেট্রোল ও ডিজেল উত্তোলন ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এক প্রেসবিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজান ও সাধারণ সম্পাদক মো. আ. জলিল জানান, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

এ ব্যপারে সড়ক ও জনপথ বিভাগের নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, উচ্ছেদ করা হয়েছে সান্তাহারে। ওই এলাকাটি বগুড়া সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু ভুল করে নওগাঁ বলা হচ্ছে। আমি যতদূর জানি, নোটিশ মাইকিংসহ যথাযথ নিয়ম অনুসরণ করেই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, হাইওয়ের পাশে উচ্ছেদ অভিযানের নিয়ম মেনে আমরা উচ্ছেদ করেছি। উচ্ছেদ করার আগে গত ২৪ জানুয়ারি পত্রিকায় আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। এরপর সেখানে লাগাতার মাইকিং করা হয়েছে।

সুতরাং, না জানানোর অভিযোগ সম্পুর্ন মিথ্যা এবং সরকারকে বেকায়দায় ফেলার কৌশল। তিনি বলেন, যেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে সরকারের ৯০ শতক জমি আছে। আমরা সেখানে সবারটা উচ্ছেদ করেছি। কিন্তু ওই পেট্রোল পাম্পের মালিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ার কারণে তিনি জনগণকে ভোগান্তিতে ফেলতে এই ধর্মঘট ডেকেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর