সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার আয়োজনে গনতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ফ্যাসিজমের দোসর সাবেক বিচারপতি এ,বি,এম খায়রুল হক সহ সকল দূর্ণীতিবাজ সকল বিচারকদের গ্রেফতার ও বিচারের দাবিতে মাদারীপুরে ২৯ এপ্রিল, মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও জজকোর্ট কার্যালয় প্রাঙ্গণে পালিত হলো এক বিক্ষোভ সমাবেশ। উক্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র এ্যাডভোকেট গুলজার আহমেদ চিশতীর সঞ্চালনায় ও এ্যাডভোকেট এমারত হোসেন খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম ত্যাগী নেতা যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর, জেলা কৃষকদলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিজমের দোসর ও বাংলাদেশের গনতন্ত্র সহ নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ফ্যাসিষ্ট খুনী হাসিনার অন্যতম কারিগর সাবেক বিচারপতি এ,বি,এম খায়রুল হক সহ সকল দূর্ণীতিবাজ বিচারপতিরা এদেশের গনতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী গোলজার আহম্মেদ চিশতী তার বক্তব্যে বলেন, এদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য ও বিশ্ব দরবারে স্বীকৃত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আতাত করে একটা বিতর্কিত রায় দিয়ে ভোটের অধিকার ধ্বংস করেছে সাবেক দালাল বিচারপতি ঐ খায়রুল হক- বিনা ভোটে যা’র কারণে বার-বার নিজেকে নির্বাচিত ঘোষণা করা গুম-খুন, লুটপাট-পাচার এর রাণী শেখ হাসিনার অবৈধ সরকার আরো বেশী অপ্রতিরোধ্য ভয়ংকর ফ্যাসিষ্ট-স্বৈরাচারী হয়ে উঠেছিলো। উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর বলেন, জুলাই/ আগষ্ট অভ্যুত্থানে ছাত্র-জনতাসহ বিরোধীদলের নেতা-কর্মী-সমর্থক এমনকি শিশুসহ শ্রমিক,ব্যবসায়ী, পথচারী, রিকশওয়ালা কেউ বাদ যায়নি রক্ত পিপাসু খুনী হাসিনার রোষানল থেকে। তাদের দোসরদের অন্যতম কুশীলব ঐ বিতর্কিত সাবেক বিচারপতি খায়রুল হক, তিনি এখনো কেনো এবং কোন অদৃশ্য শক্তির কালো ছাঁয়ায় গ্রেফতার হয়নি, বিচারের সম্মুখীন হয়নি- তা জাতি জানতে চায়। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সন্ত্রাসী আওয়ামীলীগের দালাল বিচারপতি খায়রুল হক-কে অবিলম্বে গ্রেফতার করে তার অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সম্পন্ন করা ও ফাঁসির দাবি জানান। জেলা কৃষক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট অহিদুজ্জামান খান অহিদ বলেন- নির্বাচন ব্যবস্থা, তত্ববধায়ক সরকার ও গনতন্ত্র হত্যাকারী ঐ অপরাধী কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে কঠোর বিচারের মুখোমুখি না করা হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচী দিতে বাধ্য হবো । পরিশেষে উক্ত সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার সহকারে এক পদযাত্রার মাধ্যমে উক্ত বিক্ষোভ-সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।