মাদারীপুরের রাজৈর এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন

মাদারীপুরের রাজৈর উপজেলায়, রাজৈর উপজেলা প্রসাশনের আয়োজনে,আজ২৬, মার্চ,২০২৫ ইং তারিখ বুধবার, রাজৈর উপজেলা পরিষদ চত্তরে, যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন হয়।
দিবস টি উপলক্ষে ৩১ বার তোপধ্বনি, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, আহত বীর মুক্তিযোদ্ধাও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ,সম্মানী প্রদান ও মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধণা ও আলোচনা সভায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষ ও রাজৈর উপজেলা সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রইস আল রেজোয়ান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত),হরিদাস রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কাজি আনোয়ার হোসেন , রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা,রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা, শাস্বতি দেবনাথ ছন্দা,, সরকারি রাজৈর কলেজ এর প্রভাষক, নিত্যানন্দ হালদার,, রাজৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা অশোক কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা,লাল মিয়া আকন্দ,, বীর মুক্তিযোদ্ধা যোগমায়া সাহা রায়, মুক্তিযোদ্ধা, মোশাররফ হোসেন মোল্লা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাস্বতি দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, এবং জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।