বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রাম রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশব্যাক, রোহিঙ্গাসহ আটক ৪৪ সন্দ্বীপে সর্প সচেতনত কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছাত্রলীগ নেতার স্থানে নতুন রোভার লিডার কসবায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শিল্পোন্নয়নের দ্বারপ্রান্তে ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন এখন সময়ের দাবি :- —আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস উমামা ফাতেমার ঈমান চলে গিয়েছে। বিবাহ হয়ে থাকলে বিচ্ছেদ ঘটেছে : মুফতি আমজাদ আফসারী কসবায় তাতীলীগের সভাপতির স্ত্রী গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার।

ছাত্রলীগ নেতার স্থানে নতুন রোভার লিডার

হাসান আলী: জামালপুর
প্রকাশিত হয়েছে : বুধবার, ৭ মে, ২০২৫

বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমনের স্থানে ইসলামপুর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটে নতুন সিনিয়র রোভার মেট হিসেবে মাহমুদুল হাসান মাহিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১২ সাল থেকে ২০২৪ সালের ৫ ই আগস্ট পর্যন্ত সরকারি ইসলামপুর কলেজে রোভার লিডার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ছাত্রলীগ নেতা ফারুক। ৫ আগস্টের পর থেকে তিনি পালাতক আছেন।

বুধবার ৭ই মে কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলী ও রোভার শিক্ষক সোলাইমান হকের যৌথ্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন রোভার নিয়োগের বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্কাউটস-এর নীতিমালা অনুযায়ী রোভার স্কাউট ইউনিট পরিচালনার স্বচ্ছতা ও কার্যক্রমের গতিশীলতা রক্ষার জন্য ২০২৫ সালের ৭ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে।

মাহমুদুল হাসান মাহিন ইসলামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তার রেজিস্ট্রেশন নম্বর BQ5344 এবং তিনি ব্যাসিক লিডারশিপ কোর্স (BLC) সম্পন্ন করেছেন।

কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যাপক মো. আহাম্মদ আলী বলেন, রোভার স্কাউট ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। মাহিনের নেতৃত্বে ইউনিট আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক বলেন, মাহিন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষার্থী। তার নেতৃত্বে রোভার স্কাউট ইউনিট নতুন উচ্চতায় পৌঁছাবে।

নবনিযুক্ত সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান মাহিন বলেন, এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। রোভার স্কাউটের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে আমি ইউনিটের উন্নয়নে কাজ করবো।

উল্লেখ্য, নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক এবং কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট সভাপতি ভারপ্রাপ্ত অধ্যাপক মো. আহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর