৫১ বছর পর সিরিয়ার ভূখণ্ডে ঢুকল ইসরায়েলি বাহিনী

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল।
রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম সূত্রে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিদ্রোহীদের বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে।সিরিয়া ভূখণ্ডে প্রবেশ করে ‘বাফার জোন’ অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো।
এছাড়া সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। কারখানাটি আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আসাদ সরকারের পতন ঘটানো বিদ্রোহীরা কারখানাটি দখল নেবে এই অজুহাতে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায়। শুধু তাই নয় ইসরায়েলি বাহিনী বলছে, স্থানীয় সমস্যা ইসরায়েলের দিকে যাওয়া ঠেকাতে তারা এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে, বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের এই অবস্থানের মধ্য দিয়ে ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের প্রায় ৫১ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করলো ইসরায়েলি বাহিনী।