শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (NCP) বিক্ষোভ মিছিল প্রস্তুতি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) শেরপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ এপ্রিল, মঙ্গলবার, দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর সরকারি কলেজ গেট থেকে মিছিলটি শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা আওয়ামী লীগের “দুর্নীতিমূলক ও স্বৈরাচারী আচরণের” বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরবেন।
জাতীয় নাগরিক পার্টি (NCP) শেরপুর জেলা শাখা সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে মিছিল পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
মিছিলটিকে কেন্দ্র করে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।