শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ২ জন খালাস মুরাদনগরে নকল সরবরাহে আটক বহিরাগত যুবককে কারাদণ্ড এস আলমের আরও ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

শেরপুরে এএসআই ও শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

এ এইচ এম নোমান, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
শেরপুরে এএসআই ও শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
শেরপুরে এএসআই ও শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

শেরপুরে পুলিশের এক এএসআই ও শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাংবাদিকদের কাছে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভুক্তভোগী চৈতাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা : শামীমা খাতুন শিল্পী তার শেরপুর পৌর এলাকার গৌরিপুরস্থ নিজ বাড়িতে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করেন।

ওই ভুক্তভোগী শিক্ষিকা তার লিখিত বক্তব্যে বলেন, শেরপুর সজবরখিলা এলাকার বিসমিল্লাহ মালয়েশিয়ান ফার্নিচার গ্যালারীর মালিক মো: হারুন অর রশিদ খান আমাকে ও আমার স্বামীর বিরুদ্ধে চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ তুলে আদালতে যে মামলা দায়ের করেছেন তা মূলত মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। তিনি মূলত তার কাছে আমার পাওনা ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্যই এ মিথ্যা মামলা দিয়েছেন।

তিনি আরও বলেন ,এই হারুন আমার কাছে চেক ও স্ট্যাম্প দিয়ে ৫ লক্ষ টাকা ধার নেয়। যা আমি ভারতে চিকিৎসা করানোর জন্য তার কাছে জমা রেখেছিলাম। কিন্তু হারুন নির্ধারিত তারিখে টাকা দিতে তালবাহনা করে। পরবর্তীতে সে সংবাদ সম্মেলন করে জানায় সে নাকি আমার পাওনা টাকার ৪ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ করেছে। সে এর স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারবে না। হারুন একজন আওয়ামী লীগ এর দোসর ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলা সহ একাধিক চুরির মামলার আসামি।( মামলা নং সিআর ৯০/২০২১ চুরি মামলার চার নাম্বার আসামি।
সিআর মোকাদ্দামা নং ৩৬৭/২০২১ চুরি মামলা ৫ নং আসামী) বিষয়টি আমি জানতাম না।
এখন টাকা পরিশোধ না করে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করে আমাদের হয়রানি ও পাওনা টাকা না দেওয়ার পায়তারা করছে। আমি আমার পাওনাকৃত ৫ লক্ষ টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা নিব। আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি সংবাদ পরিবেশন এর মাধ্যমে যেন ন্যায়বিচার পাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর