সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, থাকবে: সারজিস

সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। এর আগে একই লেখাটি পোস্ট করেছিলেন হাসনাত আবদুল্লাহও।‘
আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না।.
আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ.।
এর আগে মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর ৩২ জেলার ছাত্র-জনতার উদ্দেশ্যে সারজিস লেখেন, ‘রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ,ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ (আংশিক: ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) খুব দ্রুত এই ৩২ জেলার পথে প্রান্তরে ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।.
আমার ‘দিনে এনে দিনে খাওয়া’ শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই। পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।.