ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর সহযোগিতায়ঈদ সামগ্রী পেল পাঁচশ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায় নানা শ্রেণি পেশার অসহায় পাঁচশ পরিবারের মাঝে আমেরিকা প্রবাসীর উদ্যোগে সোমবার ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রবাসী মনির হোসেন হিটুর পরিচালিত মজিদ-নাহার ফাউন্ডেশনের মাধ্যমে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, আটা দুই কেজি, তেল এক লিটার, পোলাওয়ের চাল এক কেজি, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই। মোট ছয় লাখ টাকার ঈদ সামগ্রী এ সময় দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আরজু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।