গভীর রাতে শুভ স’মিল আগুনে পুড়ে ছাই

চট্টগ্রামের সন্দ্বীপে গভীর রাতের আঁধারে আগুনে পুড়ে ১টি স’মিল ছাই হয়ে গেছে। এতে অন্তত ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।(৫ এপ্রিল ) দিবাগত রাত ৩.৩০ উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ড শাহাজাহান মিয়া তেমাথা এ ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিস কে ফোন দিলে শেষ রাতে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস সুত্রে স’মিলের পাশের ঘর) জানা যায়, গভীর রাতে ৩.৩০ হঠাৎ করে স’মিলে আগুন জ্বলতে দেখে মালিক কে খবর দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স’মিলে থাকা গাছসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত স’মিলের মালিক সুফিয়ান জানায়, রাত আনুমানিক ৩.৩০ দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়ে, সাথে সাথে ঘটনাস্থল পৌঁছলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে স’মিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স’মিলের পরিচালক মাস্টার আকবর হোসেন বলেন শেষ রাতে ফোন পেয়ে দ্রুত ঘটনা স্হালে পৌঁছে দেখি আমাদের মিলের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এটা আমাদের ৩০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান। এতে স’মিলে থাকা গাছ সহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,আমার ধারণা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন বলেন ৯৯৯ থেকে ফোন পেয়ে রাত ৪.৫৭ মিনিটে আমরা ঘটনা স্থলে পৌঁছি, আগুন নিয়ন্ত্রণে আনি। যেহেতু স’মিলে কোন বৈদ্যুতিক সরঞ্জাম নেই, তাই আমাদের ধারণা সিগারেট বা ধাতব জাতীয় কোন বস্তু গাছের কুড়াই থাকতে পারে সেটা থেকে আগুনের সুত্র পাত।