সন্দ্বীপে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ

সন্দ্বীপে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এনাম নাহার মোড় দেলোয়ার খাঁ রাস্তার উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ) বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে ছোট-বড় কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে বেলা ৩ টার দিকে আবার শুরু হয় উচ্ছেদ। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ও সড়ক ও জনপদ চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । এ সময় নৌ বাহিনীর কর্মকর্তা ও পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
সড়ক ও জনপদ চট্টগ্রাম বিভাগের উপ-বিভাগীয় প্রকৈশলী মোঃ ফারহান বলেন এ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের গত আমরা গত বছরের ২৪ অক্টোবর নোটিশ করছিলাম ২ মাসের মধ্যে যে যার যার মালামাল সরিয়ে নেয়, পরবর্তী সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার নোটিশ করা হয়েছে এর পরে সার্বেয়ার এসে সব ব্যবসায়ীকে বলে গেছেন কেউ কথা শুনেনি। সর্বশেষ গত ১০ এপ্রিল আমরা মাইকিং করে ১৫ এপ্রিলের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা বলছি কেউ কথা শুনেনি যার পরিপেক্ষিতে আমারা আজকের উচ্ছেদ অভিযান করছি, এ অভিযান অব্যাহত থাকবে।