সন্দ্বীপ চলমান পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন

সাম্প্রতিক সময়ে সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছে সন্দ্বীপ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন। আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে মূল বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের।
এছাড়া ও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, ও উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদ, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক শাকিল চৌধুরী, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আবছার, সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন কাদের জুলহাস, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন শিমুল, সেচ্ছাসেবক দল নেতা হাজী আকবর হোসেন, প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় সন্দ্বীপ বিএনপি অঙ্গ সংগঠনে কোন বিভাজন নেই, বিএনপি যে কোন সময়ের চাইতে এক ও অভিন্ন ভাবে ঐক্যবদ্ধ রয়েছে, এ ঐক্যবদ্ধতার জন্য একটি গোষ্ঠী দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। সাম্প্রতিক কালে হারামিয়া ও মগধরা ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনায় আমাদের অঙ্গ সংগঠনের কিছু নেতা আহত হয়েছে, তা আমরা পর্যবেক্ষণ করেছি, কেউ বিঙ্খলা করলে তাদের কে সাংগঠনিক ব্যবস্হা গ্রহন করা হবে।