চট্টগ্রাম সন্দ্বীপে ঘর ভিটা জায়গা সংত্রুান্ত বিরোধ কে কেন্দ্র করে নিহত ১ আহত ২

চট্টগ্রাম সন্দ্বীপে মুছাপর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে নিজের ত্রুয় করা জায়গা উদ্ধার করতে গিয়ে স্হানীয় প্রতারক ও সন্তাসী শাহেদ ও আকলিমা গ্যাং দের শুকনো লাকড়ির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় নজরুল ইসলাম খোকন নামের ( ৪৮) এক বয়স্ক যুবক ও গুরুতর আহত হয় ২ জন
স্হানীয় সূত্রে জানা যায়, খোকন তার পৈতৃক সম্পত্তি ঘর ভিটা জেঠাতো ভাই রিদুয়ানুল বারীর কাছে বিত্রুি করে অন্যত্র চলে যায় সম্পত্তি বুঝিয়ে দিতে গেলে দেখে সম্পত্তি উপর স্হানীয় প্রতারক ও সন্তাসী শাহেদ ঝুপড়ি ঘর দিয়ে দখল করে নেয় ত্রুয় করা ঘর ভিটা এলাকাবাসির সহযোগিতায় উচ্ছেদ করতে গেলে বাধা দেয় শাহেদ ও তার সঙ্গরা দুই পক্ষের কথা কাটা কাটির মাঝে প্রতারক শাহেদ ও আকলিমা এসে লাকরি দিয়ে মারতে শুরু করে জায়গার প্রকৃত মালিকদের
ঘটনাস্থলে খোকন ও তার জেঠাতো ভাই রা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় চরম উওেজনা শুরু হয়
স্হানীয় এলাকাবাসি দৃত বিষয়টি থানায় জানায় এবং গুরুতর আহত ব্যাক্তিদের উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠালে কতৃব্যরত চিকিৎসক খোকন কে মৃত ঘোষণা করে আহত ব্যক্তিদের চিকিৎসা প্রধান করে প্রতারক শাহেদ ও আকলিমা কে এলাকাবাসি ধরে পুলিশ কে দিয়ে দেয়
প্রতারক শাহেদ নিজেকে কখনো আওয়ামীলীগ কর্মী কখনো বিএনপি কর্মী আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে মানুষ হয়রানি করত স্হানীয় কিছু রাজনৈতিক নেতাদের আশ্রয়ে সে তার অন্যায় কাজ চালিয়ে যেত
এই বিষয়ে সন্দ্বীপ থানায় জানতে চায়লে তারা জানায় লাশ টি ময়না তদন্ত করে নিহতের পরিবার কে বুঝিয়ে দেওয়া হয়েছে নিহত খোকনের জেঠাতো ভাই থানায় একটি হত্যা মামলা রুজু করছে মামলা নং ১ তাং ০৩/০৪ ২৫ ইং এবং শাহেদ ও আকলিমা কে গেপ্তার করে আদালতে সৌপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মামলা চলমান রয়েছে অন্য আসামিদের দরতে চেষ্টা অব্যাহত রয়েছে।।