সরাইলে কৃষি জমি থেকে মাটি কেটে
নালা ভরাট, দুই ব্যক্তিকে কারাদন্ড
শিরোনাম
সরাইলে কৃষি জমি থেকে মাটি কেটেনালা ভরাট, দুই ব্যক্তিকে কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে নালা ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. আল-আমীন খাঁন ও কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের ইদন মৈশানের ছেলে মো. আশিক মৈশান। বড্ডাপাড়া এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারি ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাস্তার পাশে পানি নিষ্কাশনের নালা ভরাট করছিলো একটি চক্র। এ সময় হাতেনাতে দু’জনকে আটক করে প্রত্যেককে ছয়দিন করে কারাদন্ড দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর