শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের প্রতারক আওয়ামী লীগ নেতার শাস্তির দাবীতে মানববন্ধন নাসিরনগরে দুই কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে জবাই করে হত্যা রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত প্রেমের জোরে কন্যা সন্তানসহ মামী উধাও ভাগ্নের হাত ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ময়মনসিংহ-০২ বিভাগে সংগঠনগত অগ্রযাত্রা বিজয়নগরে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের

সরাইলে পুলিশ পরিচয়ে নাজেহাল, গ্রেপ্তার ৮

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
সরাইলে পুলিশ পরিচয়ে নাজেহাল, গ্রেপ্তার ৮
সরাইলে পুলিশ পরিচয়ে নাজেহাল, গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ পরিচয়ে নাজেহাল করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সহযোগি হিসেবে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই ভুয়া পুুলিশ হচ্ছে, উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো. রাসেল (২২) ও নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মো. রাসেল মিয়া (২৪)। অন্যরা হলেন, জয়ধরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), মানজু মিয়া(৪৮), সোহেল মিয়া (৩০), ইশা মিয়া (৪৮). আল ইমরান (২২) ও নান্নু মিয়া (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জায়গা-সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান। শনিবার রাত ৮টার দিকে মো. রাসেলের নেতৃত্বে তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক জয়দরকান্দি গ্রামে যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রতিপক্ষের নারী-পুরুষকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দেয়া যুবকদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ জয়দরকান্দি গ্রামে গিয়ে ওই দুই ভুয়া পুলিশসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ পরিচয় দেওয়া দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারাসহ বাকিদেরকে রবিবার আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর